টুইটার সম্পর্কে জানা-অজানা ১৪টি মজার তথ্য



টুইটার সম্পর্কে জানা-অজানা ১৪টি মজার তথ্য

মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট হিসেবে টুইটারের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই টুইটার সম্পর্কে কয়েকটি জানা-অজানা তথ্য এখানে তুলে ধরা হলো:
১) ২০০৬ সালের ২১শে মার্চ টুইটারের আত্মপ্রকাশ ঘটেসহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্ট থেকে আসা প্রথম অটোমেটিক টুইটটি ছিল: জাস্ট সেটিং আপ মাই টুইটারএরপর তিনি নিজের হাতে টাইপ করেন পরের টুইট বার্তাটিসেটি ছিল: ইনভাইটিং কোওয়ার্কার্সএরপর এ পর্যন্ত বিশ্বজুড়ে ব্যবহারকারীরা ১ লাখ ৭০ হাজার কোটি টুইট আদান-প্রদান করেছেনএকটি প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছেঅবশ্য, টুইটার আনুষ্ঠানিকভাবে সংখ্যাটা ২০ কোটি বলেই জানিয়েছে
২) টুইটারে জনপ্রিয় পপ-তারকা জাস্টিন বিবারের ভক্তের সংখ্যা সবচেয়ে বেশিসে সংখ্যাটা হচ্ছে ৪ কোটি ৪৪ লাখ ১৮ হাজার ৭২৯দ্বিতীয় অবস্থানে থাকা ক্যাটি পেরির ভক্তের সংখ্যা ৪ কোটি ২৬ লাখের কিছু বেশিআর লেডি গাগা ৪ কোটির কিছু বেশি ভক্তের ভালবাসা নিয়ে রয়েছেন তৃতীয় স্থানেচতুর্থ অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাতার ভক্তের সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ৯৩ হাজার ৬৪৩
৩) গড়ে টুইটার ব্যহারকারীদের ভক্তের সংখ্যা ২০৮ জন
৪) মাসে প্রত্যেক ব্যবহারকারী গড়ে ১৭০ মিনিট সময় টুইটারে ব্যয় করেন
৫) বিশ্বজুড়ে টুইটারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটির বেশিএর মধ্যে ৮০ শতাংশ ব্যবহারকারীই তাদের মোবাইল ডিভাইসটিতে টুইটার ব্যবহার করেন
৬) টুইটার ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে চীনদেশটিতে ৩ কোটি ৫৫ লাখ ব্যবহারকারী রয়েছেন
৭) প্রায় ২ কোটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট রয়েছে
৮) ২০০৭ সালে টুইটারের বৈশিষ্ট্যে হ্যাশট্যাগসুবিধা সংযোজিত হয়
৯) ২০০৯ সালের অক্টোবরে গুগল ও মাইক্রোসফট তাদের পণ্য সার্চ অপশনসমূহে টুইটার সংযোজিত করা আরম্ভ করে
১০) ২০১৩ সালে টুইটারে ভাইন ভিডিও সুবিধা সংযুক্ত হয়১ কোটি ২০ লাখ ব্যবহারকারী এ ফিচারটি প্রতিদিন ব্যবহার করেন
১১) টুইটারের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকোতেনিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনেও ট্ইুটার কর্মীরা নিরলস পরিশ্রম করে চলেছেন
১২) টুইটারের সহ-প্রতিষ্ঠারা হচ্ছেন, বিজ স্টোন, ইভান উইলিয়ামস ও জ্যাক ডর্সি
১৩) সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক গ্রাফিক ডিজাইনার বিজ স্টোন টুইটারের প্রাথমিক লোগোটি তৈরি করেছিলেন
১৪) টুইটারের প্রধান নির্বাহী ডিক কসটোলো সাবেক কমেডিয়ান। -

No comments:

Post a Comment